লটারিতে ১ বছরের শিশুর ভাগ্যে ৮ কোটি টাকা!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১২:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৩ বার।

পৃথিবীতে তার আগমন প্রায় বছর খানেক আগে। এর ভেতর সে আট কোটি টাকার মালিক। লটারি জিতে!

আসলে ছেলের নামে এই লটারি কেটেছিলেন তার বাবা। সেই লটারিতেই উঠেছে ১০ লাখ মার্কিন ডলারের জ্যাকপট। বুধবার এই খবর জানিয়েছে আরবের সংবাদ মাধ্যম গালফ নিউজ।

ভারতের কেরালার রামিজ হরমান আবু ধাবিতে একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন। আগামী ১৩ ফেব্রুয়ারি এক বছর পূর্ণ হবে ছেলের। রামিজ তার ছেলে মোহাম্মদ সালাহর নামে একটি লটারি কাটেন।

মঙ্গলবার মাসিক এই লটারির ফলাফল ঘোষণা হলে দেখা যায় টিকিট নম্বর ১৩১৯ জিতে গেছে ১০ লাখ মার্কিন ডলারের জ্যাকপট। পুরো টাকাটাই করমুক্ত অর্থাৎ কোনও টাকা কর হিসেবে পুরস্কার মূল্য থেকে কাটা যাবে না।