ইতিহাস গড়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩১ বার।

ইতিহাস গড়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ২১২ রানের জবাবে মাহমুদুল হাসানের সেঞ্চুরিতে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।  

নিউজিল্যান্ডের দেওয়া ২১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৫ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় আকবর আলীর দল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ‍ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রান করে কিউইরা।

জবাবে ৪৪.১ ওভারে  ৪ উইকেটে ২১৫ রান করে জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশ।  

এর আগে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২১১ রান তুলে কিউই যুবারা।  

বাংলাদেশের পক্ষে ১২৭ বলে ১০০ রান করে টাসকফের বলে আউট হন মাহমুদুল।

তার অনবদ্য ইনিংসটি সাজানো ছিল ১৩ চারে।  

এরপর বাংলাদেশকে জয়ের ফিনিংশটা দেন শাহাদাত (৪০) ও শামিম হোসেন (১)। বাংলাদেশকে ফাইনালে তুলে দেওয়া সেঞ্চুরিতে  ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল হাসান জয়।

বল হাতে বাংলাদেশের যুবাদের মধ্যে ৩ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। ২টি করে উইকেট গেছে শামিম হোসেন ও হাসান মুরাদের ঝুলিতে।

বাকি উইকেট রাকিবুল হাসানের।  

প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে ০৯ ফেব্রুয়ারি একই ভেন্যুত ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতীয় যুবারা ফাইনালের মঞ্চে ওঠেছে পাকিস্তানকে হারিয়ে।