সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫১ বার।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তার কারাবাসের দুই বছর পূর্তিতে শনিবারের সমাবেশের অনুমতি পেয়েছে দলটি। খবর দেশ রুপান্তর অনলাইন।

শুক্রবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, সমাবেশের অনুমতি পাওয়া গেছে। আগামীকাল (শনিবার) বেলা ২টায় সমাবেশ শুরু হবে।

খালেদা জিয়ার কারাবন্দিত্বের দুই বছর পূর্ণ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। দিনটিতে তার মুক্তির দাবিতে ওই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি।

গত মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা শেষে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশের পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুই দিনব্যাপী কর্মসূচি পালনের কথা জানান তিনি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলায় ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।