দিল্লিতে মার্কিন দূতাবাসে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৩ বার।

দিল্লি পুলিশের উপকমিশনার এইশ সিংহল সিএনএনকে বলেন, মেয়েটি দূতাবাসের স্টাফ কোয়ার্টারের বাইরে খেলছিল। এক পর্যায়ে এক প্রতিবেশী প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার মেয়েটি দূতাবাসের এক গৃহকর্মীর মেয়ে। এ ঘটনায় ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জানানো হয়, ধর্ষণের শিকার মেয়েটি নিজেই ওই ব্যক্তিকে চিহ্নিত করেছে।

মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, আমরা এ ঘটনায় গভীরভাবে ব্যথিত। আমাদের যখন বিষয়টি জানানো হয়, তত্ক্ষণাৎ আমরা ব্যবস্থা নিয়েছি এবং এই বিষয়টি পুলিশের নজরে এনেছি। অবশ্যই, আমরা তাদের পুরোপুরি সহযোগিতা করছি। 

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুসারে, ভারতে প্রতিদিন প্রায় ১০০টি যৌন নির্যাতনের খবর পুলিশে দেয়া হয়। ২০১৭ সালে সারা ভারতে ৩২ হাজারেরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে।