র‍্যাবের অভিযান

বগুড়ায় এসএসসি'র ভুয়া প্রশ্নপত্র ফাঁসঃ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১২:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৪১ বার।

চলতি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত থাকায় বগুড়ায় রোমান মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। সে সদরের হিজলী এলাকার মিঠু মিয়ার ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে শহরের বৃন্দাবন পূর্বপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র চলতি এসএসসি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্রের কারবার করছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব সদস্যরা বগুড়া শহরের  বৃন্দাবন পূর্বপাড় এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালায়। এসময় এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত রোমান মিয়া নামে ওই যুবককে ভুয়া প্রশ্নপত্রসহ আটক করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রওশন আলী  জানান, আটক রোমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পরীক্ষার আগে সংগ্রহ করতেন। পরে তা অর্থের বিনিময়ে কোমলমতি পরীক্ষার্থীদের কাছে আসল প্রশ্নপত্র বলে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।