বগুড়ায় আমরা ক'জন শিল্পীগোষ্ঠী'র নৃত্যানুষ্ঠান ও নৃত্যালেখ্য 'আমি জন্মেছি বাংলায়' অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৬ বার।

বগুড়ায়  মুজিব শতবর্ষ উপলক্ষে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র প্রারম্ভিক আয়োজন নৃত্যানুষ্ঠান ও নৃত্যালেখ্য ‘আমি জন্মেছি বাংলায়’ অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা ৭টায় শহীদ টিটু মিলনায়তনে শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, সে সকল মা-বোনদের যাঁদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। আরো স্মরণ করা হয় আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশকে। তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সংগঠনের উপদেষ্টা মোঃ সাইরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা পরিষদ-এর চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তর-এর মহাপরিচালক সারোয়ার মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জল কুমার ঘোষ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বগুড়া, মোঃ আব্দুল জলিল পিপিএম পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) বগুড়া, রাগেবুল আহসান রিপু সাধারণ সম্পাদক বগুড়া জেলা আওয়ামীলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া’র সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখা’র সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারী। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্য অধিদপ্তর-এর মহাপরিচালক সারোয়ার মাহমুদ এবং তাঁর পত্নীকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান, এছাড়া আদিবাসীদের নিয়ে গঠিত সংগঠন ত্রিশুল-এর নৃত্য পরিচালক তৃণা মজুমদারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। মাহাবুব হাসান সোহাগ ও তৃণা মজুমদার-এর নৃত্য পরিচালনায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে সম্মানিত অতিথিদ্বয়ের বক্তব্যের পাশাপাশি নৃত্যে চার বছরের সার্টিফিকেট কোর্সে ২০১৯-এর প্রারম্ভিক ‘ক’ শাখায় আনিসা তাহ্সিন ১ম, আরাধ্যা মৃত্তিকা চৌধুরী এথিন ২য়, ওয়াফা মাহমুদ ৩য়। প্রারম্ভিক ‘খ’ শাখায় জাসিন্তা ইনায়া সুব্হা ১ম, অস্মিতা রায় ২য়, নায়শা আলম নোমা ৩য়। জুনিয়র ‘ক’ শাখায় অনন্যা বসাক ১ম, নওশীন সাইয়ারা নুহা ২য়, নুসরাত সরোয়ার দিয়া ৩য়। জুনিয়র ‘খ’ শাখায় ক্লাউদিয়া মার্টিন পূর্ণতা ১ম, অনুশা রায় ২য়, সাফিয়া সারোয়ার শ্রেষ্ঠা ৩য়। সিনিয়র ‘ক’ শাখায় মার্জিয়া সুলতানা মেঘা ১ম, সামিরা জাহান অলংকার ২য়, সাবিহা সানজিদা ইলমা ৩য় স্থান অর্জন করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে মাহাবুব হাসান সোহাগ-এর পরিচালনায় নৃত্যালেখ্য ‘আমি জন্মেছি বাংলায়’ পরিবেশন করে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র শিল্পীরা এবং অন্যান্য নৃত্য শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ্ ও সদস্য তানজিনা সেলিম।