ক্রীড়াঙ্গণের বিকাশে বগুড়ায় এলাকাভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট চলমান থাকবে- প্যানেল চেয়ারম্যান রনি

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৬ বার।

বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি বলেছেন, মুজিববর্ষে ক্রীড়াঙ্গণের বিকাশে এলাকাভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট এর আয়োজন চলমান থাকবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ আজ সারাবিশ্বে গৌরবময় স্থানে রয়েছে যেখানে বগুড়ার খেলোয়াড়দের ভূমিকা উল্লেখযোগ্য।

মুজিববর্ষ উপলক্ষে মাদকমুক্ত এবং শিশু বান্ধব সমাজ গড়ার প্রত্যেয়ে সেচ্ছাসেবী সংগঠন বগুড়া ইয়ূথ ফোরামের আয়োজনে শুক্রবার রাতে শহরের আকাশতারা বগুড়া কলেজ মাঠে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সংগঠনের জেলা শাখার সভাপতি সাংবাদিক সঞ্জু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি দীর্ঘ ৫ বছর যাবত বগুড়ায় এলাকাভিত্তিক বগুড়া ইয়ূথ ফোরামের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সকল কর্মকান্ডে সদা পাশে থাকার প্রতিশ্রæতি দেন। ইয়ূথ লিডার মেহরাব হোসেন তানভীর এবং রিমন প্রাং এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জার্নালবিডি২৪.কম এর প্রকাশক পরিমল প্রসাদ রাজ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জামিরুল ইসলাম, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান মানিক, জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখর রায় এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদেরুল ইসলাম মিম পোদ্দার। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাজেদুর রহমান শিপলু, সেচ্ছাসেবকলীগ নেতা নাঈম ফেরদৌস, সজল শেখ প্রমুখ। টুর্নামেন্টে ঠনঠনিয়া এলাকার হৃদয়-শাওন স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন এবং ধাওয়াপাড়া বন্ধু ম্যানশন ক্লাব রানার্স আপ হিসেবে পুরস্কার গ্রহণ করেন।