সাত বছর পর বিগ ব্যাশে চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৭ বার।

অবশেষে বিগ ব্যাশে শিরোপার অপেক্ষা ফুরাল সিডনি সিক্সার্সের। শনিবার আসরের ফাইনালে মেলবোর্ন স্টার্সকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে দলটি।

২০১১-১২ মৌসুমে বিগ ব্যাশের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় সিডনি সিক্সার্স। কিন্তু এরপর সাত আসরে শিরোপার দেখা পায়নি। দুইবার হতে হয়েছে রানার্সআপ।

শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মেলবোর্ন স্টারকে ১৯ রানে হারায় সিডনি সিক্সার্স।

বৃষ্টির কারণে ম্যাচটি নেমে এসেছিল ১২ ওভারে। টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১১৬ রান করে সিডনি। ওপেনার জস ফিলিপ ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫২ রান করেন। স্টিভেন স্মিথ ১২ বলে করেন ২১। জর্ডন সিল্ক ১৫ বলে অপরাজিত ছিলেন ২৭ রানে।

১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটে ৯৭ রানে থামে মেলবোর্নের ইনিংস। দলটির পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৩৮ রান করেন নিক লারকিন।

নাথান লায়ন, স্টিভ ও’কিফে ও জস হ্যাজলউডের বোলিং তোপে মাত্র ১৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে মেলবোর্ন স্টার্স। এরপর আর দলটা দাঁড়াতে পারেনি।

সিক্সার্সের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন লায়ন ও ও’কিফে। হ্যাজলউড নেন ১ উইকেট। ম্যাচসেরা হয়েছেন জস ফিলিপ।