বগুড়ায় ছাত্র ইউনিয়নের সম্মেলন বুধবার থেকে শুরু

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮ ১২:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬১ বার।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের ৩১ তম সম্মেলন বুধবার অনুষ্ঠিত হবে। জেলার জিরো পয়েন্ট সাতমাথায়  ২১ ও ২২ নভেম্বর দুইদিন ব্যাপী চলবে ওই সম্মেলন। ২১ নভেম্বর ,বুধবার  সকাল ১০ টায় সম্মেলনের ১ম দিন উদ্বোধন করবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান। সম্মেলনের ২য় দিন ২২ নভেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে দলীয় কাউন্সিল।

সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মিঠুন পাল ওই সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, মানবতা ও ছাত্র অধিকার রক্ষায়  বিভিন্ন দাবী উত্থাপন করবে বলে  জানান।  তিনি বলেন, দাবীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন ঘোষণা বাস্তবায়ন করা, সকল গণ পরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, সকল শিক্ষার্থীদের হেলথ কার্ড প্রদান করা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণ ও খেলার মাঠের ব্যবস্থা করা, বিভিন্ন কলেজের বন্ধ হল চালু করা এবং করতোয়া নদী দখল মুক্ত করে নদীর গতি সচল করা ইত্যাদি।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী ওই সম্মেলনে অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সরদার রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের বর্তমান সভাপতি জি এম জিলানী শুভ, সহ- সভাপতি অনিক রায় এবং সাধারণ সম্পাদক লিটন নন্দী।

সম্পূর্ন সম্মেলন সঞ্চালনা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাধারণ সম্পাদক শাওন পাল।