বগুড়ায় খাদ্যমন্ত্রী

দুর্নীতি রোধে খাদ্য গুদামে বসবে সিসি ক্যামেরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৮৯ বার।

বোরো মৌসুমে শতভাগ উপজেলায় অ্যাপসের মাধমে ধান সংগ্রহ করার ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার দুপুরে বগুড়া সার্কিট হাউজে আমন ধান সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় এই কথা জানান তিনি।

পাশাপাশি দুর্নীতি রোধে প্রতিটি খাদ্য গুদাম সিসি ক্যামেরার আওতায় আনার কথাও বলেন তিনি। এই বছর বগুড়ায় ২১ হাজার ৩২৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮ হাজার ১০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। এর মধ্যে অ্যাপসের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এক হাজার ১১৮ মে. টন ধান। এছাড়া বন্ধ চাল কলে কোন ধরণের ধান না দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন মন্ত্রী। কৃষক যেন ধানের প্রকৃত দাম পান সেদিকে লক্ষ্য রাখার কথাও বলেন তিনি।