বগুড়ার আদমদীঘিতে নাগরনদে অভিযান: বালু ভর্তি ট্রাক আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৪ বার।

বগুড়ার আদমদীঘি উপজেলার নাগরনদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন, নৌকা ও সরঞ্জাম জব্দ করে অগ্নিসংযোগে ধ্বংস করেন। পরে বালু ভর্তি একটি ট্রাক ঘটনাস্থল থেকে আটক করেন। 
সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, আদমদীঘির কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়ন এলাকায় নাগরনদের তলদেশ থেকে একটি মহল শ্যালো মেশিন চালিত ড্রেজার মেশিনের মাধ্যমে শ্রমিক লাগিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কেটে বড়বড় গর্ত সৃষ্টি করে নাগরনদের বাঁধে ফাটলসহ ওই এলাকার কয়েকটি গ্রাম ও শতশত একর আবাদি জমি হুমকির মুখে পড়ে। ইতিপূর্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম পুড়ে দিলেও থামছিলনা এসব কারবার। ফের  শুরু করে এই অবৈধ বালু ও মাটি কাটার উৎসব। গোপন তথ্যে গত শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত ওই নদের কুশাবাড়ী, বাগিচাপাড়া, হরিনমানা, পালংকুড়িসহ কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে পালংকুড়ি এলাকায় অবস্থিত রাজা নামের এক ব্যক্তির শ্যালো চালিত ড্রেজার মেশিন, নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে অগ্নিসংযোগে ধ্বংস করেন। পরে বালু উত্তোলনের পাইপ ও বালু বহন করে নেয়ার সময় আব্দুর রাজ্জাকের বগুড়া-ড-১১-১৮০৮ নম্বর একটি ট্রাক আটক করে ভ্রাম্যমাণ আদালত। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ বিষয়টি নিশ্চিত করেন।