মির্জা ফখরুলসহ ৩৫ জনের জামিন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৪ বার।

রাজধানীর শাহবাগ থানায় মোটরসাইকেল পোড়ানোসহ নাশকতার দুই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৫ জনকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। খবর সমকাল অনলাইন।

উচ্চ আদালতের নির্দেশে আট সপ্তাহের জামিনের মেয়াদ শেষের পর রোববার আইনজীবীর মাধ্যমে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণমূলক জামিনের আবেদন করেন তারা।

পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক কে এম ইমরুল কায়েশ আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, শিমুল বিশ্বাস, নিপুণ রায় চৌধুরী, আজিজুল বারী হেলাল ও হাবিবুন্নবী সোহেল প্রমুখ।

আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

এরআগে গত ১১ ডিসেম্বর শাহবাগ এলাকায় তিনটি মোটরসাইকেল পোড়ানোসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে শাহবাগ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।