বগুড়ায় নিজস্ব কার্যালয়ে পূবালী ব্যাংকের আঞ্চলিক শাখার যাত্রা শুরু

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৬০ বার।

প্রযুক্তি নির্ভর এই যুগে "ইম্পাওয়ার্ড বাই ডিজিটাল ব্যাংকিং" স্লোগানকে সামনে রেখে, গ্রাহকদের ফ্রি অনলাইন সুবিধা প্রধানসহ সর্বাধুনিক ব্যাংকিং সুবিধা প্রদানের অঙ্গীকার নিয়ে রোববার সকালে বগুড়া শহরের ঝাউতলায় নিজস্ব ভবনে পূবালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন ও বগুড়া শাখার দ্বার উন্মোচন করেন পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিটিও মোহাম্মদ আলী। 
পূবালী ব্যাংক লিমিটেড বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক হাসান ইমাম’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিটিও মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক এবং ঋণ প্রশাসন তদারকি ও আদায় বিভাগ ও আইন বিভাগের প্রধান দেওয়ান রুহুল আহসান, এফবিসিসিআই’র পরিচালক এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, পূবালী ব্যাংক লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক এবং রংপুর অঞ্চলের প্রধান কামরুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক এবং রাজশাহী অঞ্চলের প্রধান আবু লাইস মোঃ সামসুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক এবং বগুড়া শাখার প্রধান তানভীর শামস চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মেসার্স শাহিন এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী শাহিনুর রহমান, মেসার্স সুবর্ণা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহজাহান আলী আকন্দ। এছাড়াও সভায় উপস্থিত আছেন রাজশাহী এবং রংপুর বিভাগের, বিভিন্ন শাখা এবং আঞ্চলিক শাখার কর্মকর্তাগণ। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা শেষে মোনাজাাত পরিচালনা করেন পূবালী ব্যাংক লিমিটেড উল্লাপাড়া শাখার ব্যবস্থাপক ফরমান হোসেন।