বগুড়ায় হোটেল ও ফার্নিচার দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৯ বার।

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও জনসাধারণের চলাচলের পথ ব্যবহার করে পরিবেশ দূষণ করায় বগুড়ায় তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সদরের কলোনী ও কানছগাড়ী এলাকায় অভিযানকালে ওই অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানার পরিচালনায় আদালত 'তারেক হোটেল'র মালিক বিটুল মিয়াকে ৪ হাজার, 'করতোয়া ফার্নিচার'র মালিক গোলাম মোর্শেদকে ২ হাজার এবং 'সোভা ফার্নিচার'র মালিক আলী আজমকে ২ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।