করোনাভাইরাসে এক দিনে মৃত্যুতে ফের রেকর্ড

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ ০৬:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৪ বার।

চীনে করোনাভাইরাস মহামারিতে রবিবার আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এক দিনে এটাই সর্বাধিক মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে বিবিসি।

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা ৯০৮ জনে দাঁড়িয়েছে। তবে আক্রান্তের সংখ্যা কিছুটা স্থিতিশীল হয়ে এসেছে।

এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৭১ জনে দাঁড়িয়েছে। আর ১ লাখ ৮৭ হাজার ৫১৮ জনকে মেডিকেল পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নতুন এই ভাইরাসটির বিষয়ে চীনকে সহযোগিতা করতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

চীনের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আক্রান্ত ৩ হাজার ২৮১ জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দুজন ছাড়া সবাই চীনের মূল ভূখণ্ডেই মারা যান। বাকি দুজন মারা যান হংকং এবং ফিলিপাইনে। শনিবার নাগাদ ২৫টি দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ। এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই। মৃতদের অধিকাংশই বয়স্ক যাদের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ছিল।

সম্প্রতি ছড়িয়ে পড়া এই রোগের লক্ষণ হলো- শুকনো কাশির পর জ্বর আসে। সপ্তাহখানেক পর শ্বাস-প্রশ্বাস কমে যায়। এরপর আক্রান্তদের মধ্যে কিছু লোককে হাসপাতালে ভর্তির প্রয়োজন দেখা দেয়। প্রতি চারজনের একজনের অবস্থা খুবই খারাপ হয়।