আকবররা আমাকে গর্বিত করেছে: মুশফিক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৩ বার।

পেণ্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভাগ্য। কোন দল জিতবে– বাংলাদেশ না ভারত? এ প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে গোটা ক্রিকেটবিশ্ব। শেষ পর্যন্ত সব সংশয় উড়িয়ে দেন আকবর আলী। বুক চিতিয়ে লড়ে টাইগার যুবাদের বিশ্বকাপ জেতান তিনি।

মূলত আকবরের নৈপুণ্যেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে বৃষ্টি আইনে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক ইভেন্টের শিরোপা জিতল লাল-সবুজরা। সঙ্গে বিশ্ব ক্রিকেটের মনও জিতে নিয়েছেন আকবররা। এ জয়ের পর শুভেচ্ছা-সিক্ত হচ্ছেন তারা।

ঐতিহাসিক এ জয়ে ছোট ভাইদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের খেলোয়াড় মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন– আলহামদুলিল্লাহ। আমি নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। ছেলেরা আমাকে গর্বিত করেছে। অভিনন্দন সুপারস্টার।