পিপি হায়দার হত্যায় ৫ জেএমবির ফাঁসি হাইকোর্টেও বহাল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮০ বার।

ঝালকাঠির পিপি (সরকারি কৌঁসুলি) হায়দার হোসেন হত্যা মামলায় পাঁচ আসামির ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি শেষে রোববার বিকালে এ রায় দেন হাইকোর্ট।

বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি শাহেদ নুরুদ্দীনের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে এ রায় আসে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বলেন, মৃত্যুদণ্ড বহাল থাকা পাঁচ আসামি নিষিদ্ধ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

তারা হলো- আবু শাহাদাত মো. তানভীর ওরফে মেহেদি, মুরাদ হোসেন, মো. বিল্লাল হোসেন, আমিনুল ওরফে আমির হোসেন ও সমীর হোসেন ভূঁইয়া। পাঁচ আসামির মধ্য বিল্লাল হোসেন পলাতক। বাকিরা কারাগারে।

২০০৭ সালের ১১ এপ্রিল ঝালকাঠির গোরস্তান মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান পিপি হায়দার হোসেন। এই ঘটনার পর দিন ঝালকাঠি থানায় হত্যা মামলা করেন নিহত ব্যক্তির ছেলে তারেক ইবনে হায়দার। এ মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি রায় দেন ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হালিম। রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।