রেজিষ্ট্রেশন চলছে

বগুড়ার রামেশ্বরপুর স্কুলে পুনর্মিলনীর আয়োজন

আকতারুজ্জামান সোহাগ
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১২:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৪৪ বার।

৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনীর আয়জন করা হয়েছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী উপলক্ষ্যে সোমবার সকালে রেজিষ্ট্রেশনের উদ্বোধন করা হয়। এসময় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালী বের করা হয়।

আগামী রোজার ঈদের পরের দিন ওই পুনর্মিলনের সময় নির্ধারণ করেছেন শিক্ষার্থীরা। তারা জানায়, এই পুনর্মীলনীতে ১৯৫৩ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত  সকল শিক্ষার্থী অংশ নিতে পারবেন।

পুনর্মিলনীর রেজিষ্ট্রেশনের উদ্বোধন উপলক্ষ্যে সোমবার সকাল ১১ টায় আয়োজিত ওই র‍্যালিতে অংশ নেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, রামেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকেন্দার আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে রেজা, সাখাওয়াত হোসেন মামুন, নুরুল ইসলাম বকুল, শফিকুল ইসলাম সাবু, জাহিদুল, মনিনুর ইসলাম লিটন, পাপুল সরকার, কামরুজ্জামান, শফিকুল ইসলাম শফিক, রতন সরকার, আতিক, মুন, বিন্টু, জোব্বার এবং কালাম সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।