শৈত্যপ্রবাহের আর সম্ভাবনা নেই

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৯ বার।

চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরাঞ্চল ছাড়া শীতের তীব্রতা কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহের আর সম্ভাবনা নেই।

সোমবার আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, চলতি সপ্তাহে উত্তরাঞ্চল ছাড়া দেশের অধিকাংশ অঞ্চলে শীতের তীব্রতা কমতে শুরু করবে। ১৫ ফেব্রুয়ারির পর থেকে উত্তরাঞ্চলেও শীতের তীব্রতা কমতে থাকবে। তবে সারা মাসজুড়ে শীত অনুভূত হলেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময়ে ঢাকায় ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।