সাগরের মা বললেন, আসামিদের ‘ছেড়ে দেওয়া ‍উচিত’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২২ বার।
ছেলে ও পুত্রবধূ হত্যা মামলার তদন্তের শেষ দেখতে আট বছর অপেক্ষা করে হতাশ হয়ে পড়েছেন সাংবাদিক সাগর সরওয়ারের মা সালেহা মনির। এখনও তদন্তের কোনো সুরাহা না হওয়ায় এই হত্যা মামলায় যারা আটক হয়ে কারাগারে আছেন, তাদের ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি।

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় ৭১ বারের মত পিছয়ে যাওয়ায় এভাবেই হতাশার কথা জানিয়েছেন সালেহা মনির।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সিনিয়র সরকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শফিকুল আলম সোমবার প্রতিবেদন না দেওয়ায় ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আগামী ২৩ মার্চ নতুন তারিখ ঠিক করে দেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 

সাগর-রুনির মৃত্যুবার্ষিকীর আগেরদিন আদালতের এই আদেশের পর সালেহা মনিরের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আগামীকাল (১১ ফেব্রুয়ারি) সাগর-রুনি হত্যার আট বছর। অথচ সাংবাদিক হত্যার একটা মামলায় আট বছরেও তদন্তে কোনো আশানুরূপ ফল নেই।

“এক বছরের বেশি সময় ধরে আমার সঙ্গে তদন্ত কর্তৃপক্ষের কেউ যোগাযোগ করেনি। এখন তদন্ত কর্মকর্তা কে, সেটাও আমি জানি না। ডা. নিতাই হত্যা মামলার কতগুলো আসামি, কিছু চোর-ডাকাতকে সাগর-রুনি হত্যা মামলায় আসামি করে ধরে রাখা হয়েছে। আমার কাছে দৃঢ়ভাবে মনে হচ্ছে এরা সাগর-রুনি হত্যা মামলায় জড়িত নয়। এদের ছেড়ে দেওয়া উচিত।”

তদন্ত নিয়ে ‘নাটক করা হচ্ছে’ বলেও অভিযোগ করেন তিনি।

“কিন্তু আমি বিচার চাইতেই থাকব, উপরে আল্লাহ আছেন তো। তিরিশ বছর পর সগীরা মোরশেদ হত্যা মামলার তদন্ত চালু হল, সঠিক আসামি ধরা হল। কয়েকজন সাংবাদিক হত্যার বিচারও শেষ হল। আমরা কেন বিচার পাব না।”

এর আগে হাই কোর্ট দ্রুত মামলাটির তদন্ত নিষ্পত্তি করতে বলেছিল জানিয়ে তিনি প্রশ্ন রাখেন, “কোর্ট তদন্ত শেষ করার জন্য সময় বেঁধে দিতে পারে না? আইনে কি এর বিধান নেই?”

সাগর-রুনির একমাত্র সন্তান মেঘের কথা জানতে চাইলে সালেহা জানান, “নওশেরের (মেহেরুন রুনির ভাই) কাছে মেঘ ভালোই আছে আশা করি।”

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দুজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই রাতে তারা ছাড়া ঘরে ছিল তাদের একমাত্র শিশুসন্তান।

হত্যাকাণ্ডের পরপরই কারণ অনুসন্ধান করে খুনিদের শাস্তি দিতে সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সময় নিয়েছিলেন ৪৮ ঘণ্টা। কিন্তু আট বছরে কয়েকদফা তদন্ত কর্মকর্তা বদলেও কোনো আলোর দেখা মেলেনি।

হত্যাকাণ্ডের পর রুনির ভাই মো. নওশের আলম রোমানের করা মামলাটি প্রথমে তদন্ত করেন শেরেবাংলা নগর থানার এসআই জহুরুল ইসলাম। তার কাছ থেকে তদন্তের দায়িত্ব গিয়েছিল ডিবির পরিদর্শক রবিউল আলমের কাছে।

৬২ দিন পর ডিবি আদালতের কাছে ব্যর্থতা স্বীকার করলে ২০১২ সালের এপ্রিলে তদন্তের দায়িত্বে আসে র‌্যাব। এরপর র‌্যাবের কয়েকজন কর্মকর্তার হাত ঘুরে তদন্তভার আসে খন্দকার শফিকুল আলমের হাতে। তিনিও তদন্ত প্রতিবেদন দিতে দফায় দফায় সময় নিয়েছেন।

গত ১১ নভেম্বর এই মামলার তদন্তের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করে হাই কোর্ট।

সেদিন তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, তদন্তে কোনো ক্লু (সূত্র) পাওয়া যায়নি। চারটি ডিএনএ প্রতিবেদনের মধ্যে দুটি মিলেছে। এ দুটিতে আসামিদের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে সেগুলো ফের যুক্তরাষ্ট্রে এফবিআইর ল্যাবে পাঠানো হয়েছে।

সোমবার ফের প্রতিবেদন জমার নতুন তারিখ পড়ার পর মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাওয়া হলে তদর্ত কর্মকর্তা শফিকুল আলম বলেন, “খুব দ্রুত অভিযোগপত্র জমা দেওয়া যাবে।”

মামলাটিতে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন ওই বাড়ির নিরাপত্তা রক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ ও আবু সাঈদ।

রুনির কথিত বন্ধু তানভীর রহমানকে ২০১২ সালের ১ অক্টোবর গ্রেপ্তারের পর দুই বছর কারাগারে থাকার পর ২০১৪ সালের ২ সেপ্টেম্বর জামিন পান।

যে বাড়িটিতে সাগর-রুনি খুন হন সেই বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পালও জামিনে বাইরে রয়েছেন।