টি-টোয়েন্টিকে বিদায় জানাতে যাচ্ছেন ওয়ার্নার!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৪ বার।

ওয়ানডে ও টেস্ট ক্যারিয়ারকে লম্বা করতে টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানাতে পারেন ডেভিড ওয়ার্নার। ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই ভাবনাটা বেশ স্পষ্ট করেই প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান তারকা।

সোমবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার অ্যালান বর্ডার মেডেল পেয়েছেন ওয়ার্নার। ২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। গত বছর ফেরার পরই নিজ দেশের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। বর্ষসেরা ক্রিকেটারের সঙ্গে সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন ওয়ার্নার।

তবে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার টি-টোয়েন্টি ক্যারিয়ার লম্বা করা নিয়ে ভাবছেন। ক্রিকইনফোকে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমি বিগ ব্যাশে খেলেনি। আমি বিরতি নিয়েছিলাম আমার মন এবং শরীরের জন্য। পরবর্তী সিরিজের জন্য আমি তৈরি।’

আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচি ভাবাচ্ছে ওয়ার্নাররা। তাই তার ভাবনা, ‘আপনি যদি আন্তর্জাতিক টি-টোয়েন্টির দিকে তাকান, আমরা পরপর দুটি বিশ্বকাপ খেলতে যাচ্ছি (২০২০ ও ২০২১)। এটা এমন একটা ফরম্যাট যেটি থেকে কয়েক বছরের মধ্যে আমি সরে দাঁড়াব।’

ওয়ার্নার যোগ করেন, ‘আমাকে সূচি দেখতে হবে। তিন ফরম্যাটেই খেলে যাওয়াটা আমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।’ ওয়ার্নার এ ক্ষেত্রে এবি ডি ভিলিয়ার্স, বিরেন্দ্রর শেবাগের উদাহরণ টেনেছেন। যারা আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ক্যারিয়ার লম্বা করতে পারেননি।

ওয়ার্নার পরিবারকে সময় দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘আমার তিন সন্তান। স্ত্রী ওদের দেখভাল করে। ক্রিকেটের জন্য আমার পক্ষে সব সময়ে ঘুরে বেড়ানো সম্ভব হয়ে উঠছে না। যদি একটা ফরম্যাট থেকে আমাকে সরে দাঁড়াতে হয়, তা হলে আমি টি-টোয়েন্টি ছাড়ার কথাই ভাবব।’