পাকিস্তান বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৮ বার।

পাকিস্তান বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি এলাকায় বুধবার এ দূর্ঘটনা ঘটে।

পাকিস্তান বিমানবাহিনীর মুখপাত্রের বরাতে জিয়ো নিউজ এ খবর জানিয়েছে।

জানা যায়, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পর খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তাখত বাহামি শহরের কাছে বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে বিমানটি দুর্ঘটনার কোনো কারণ জানা যায়নি।

বিমানবাহিনীর মুখপাত্র বলেন, বিধ্বস্ত হওয়ার পর বিমানটি থেকে পাইলট নিরাপদে বের হয়ে এসেছেন। তবে বিধ্বস্ত এলাকায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

বিধ্বস্তের কারণ অনুসন্ধানের জন্য বিমানবাহিনীর সদর দফতর থেকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি পাকিস্তানি বিমানবাহিনীর ‘মিরাজ’ নামে একটি যুদ্ধবিমান দেশটির পাঞ্জাব প্রদেশে বিধ্বস্ত হয়েছিল। এছাড়া গত মাসে মিনওয়ালি শহরের কাছে বিমানবাহিনীর আরেকটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।