নওগাঁয় দিশা প্রকল্পের যাত্রা শুরু

নওগাঁ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৪ বার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় এবং নওগাঁ আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে 'প্রযুক্তি-ই হোক নারী মুক্তির দিশা' প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। বুধবার শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই প্রকল্পের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও সভাপতি তাজুল ইসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ এবং সদর মডেল থানার ও‘সি সোহরাওয়াদী হোসেন।