ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় লাইসেন্সবিহীন দুই ছমিলকে জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৬ বার।

লাইসেন্স না থাকায় বগুড়ায় দুই ছমিলের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজা ও তাসনিমুজ্জামানের পরিচালনায় সদরের চেলোপাড়া এলাকায় অভিযানকালে ওই অর্থদণ্ড দেওয়া হয়। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৩ ঘণ্টার ওই অভিযানে লাইসেন্স না থাকার অপরাধে আদালত 'সুন্দরবন ছমিল'র মালিক বিরেন্দ্রনাথকে ৫ হাজার এবং 'চেলোপাড়া ছমি'র মালিক পরিতোষকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।