বগুড়া আ: হক কলেজে বইমেলার প্রথম দিনে ছিল উপচে পড়া ভিড়

অরুপ রতন শীল
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৯৭ বার।

আজিজুল হক কলেজে অমর একুশে বইমেলার প্রথম দিনেই ছিল উপচে পড়া ভিড়। সকালে উদ্বোধন হলেও বিকাল ৩টা থেকে  বইমেলার আনুষ্ঠিকতা শুরু হয়। প্রতি বছরের ন্যায় নির্ধারিত বিষয়ের উপরে চলে আলোচনা। বইমেলার প্রথম দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বাংলা, ইংরেজি ও সমাজকর্ম বিভাগ। 'বাংলা ভাষার অসম্প্রদায়িক প্রণোদনা এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান প্রফেসর মোঃ শাহজাহান আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক উপস্থিত ছিলেন।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হাসিনা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রবন্ধ পাঠ করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ হায়দার। প্রবন্ধের উপর আলোচনা করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আসমাউল হুসনা, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান শহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদ সারোয়ার আলী খান। আলোচনা সভা শেষে তিন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.মীর ত্বাইফ মামুন এবং ইংরেজি বিভাগের প্রভাষক মতিয়ার রহমান সাজু।