বিশ্ব ভালবাসা দিবসে শাজাহানপুরে এতিমদের নিয়ে সমবায়ী সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪০৩ বার।

বিশ্ব ভালবাসা দিবসে প্রায় অর্ধশত এতিম শিশুদের এক বেলা ভাল খাবার খাইয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলো ‘মাতৃভূমি শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সমবায়ী সংগঠন। 
সংগঠনটির সম্পাদক মোছা: রোখসানা আখতার অমি মনে করেন, বিশ্ব ভালবাসা দিবস কে কেন্দ্র করে অনেকেই টাকা-পয়সা, মূল্যবান সময় অপচয় করে থাকেন। এতে তরুণ প্রজন্মের মাঝে বেহায়াপনা বৃদ্ধি পাচ্ছে। যা সমাজের আত্নমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গকে প্রতিনিয়ত বিব্রতকর অবস্থায় ফেলছে। এমন অপসংস্কৃতি প্রতিরোধ করতে সমাজের এতিম ও অনাথ শিশুদের জন্য এক বেলা ভাল খাবারের ব্যবস্থা করেছিল ‘মাতৃভূমি শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড’। সমাজের কল্যাণকামী মানুষ গুলো এমন উদ্যোগ নিয়ে এগিয়ে এলে বিশ্ব ভালবাসা দিবস হতে পারে ‘মানবিক দৃষ্টিভঙ্গী সম্পন্ন সমাজ’ গড়ার একটি অন্যতম উপায়। শুক্রবার বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা গোয়ালগাড়ি পাড়াস্থ মদিনাতুল উলুম হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা লিল্লাহ্ বোর্ডিং ও এতিমখানার ৩৭ জন শিশুকে দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করে বগুড়া সদরের তিন মাথা রেলগেট এলাকায় অবস্থিত ‘মাতৃভূমি শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সমবায়ী সংগঠন। এ সময় সংগঠনটির সভাপতি তৌহিদুল ইসলাম, সম্পাদক রোখসানা আকতার, পরামর্শক মিণ্টু রহমান, মাদ্রাসার মোহতামিম আব্দুল খালেক, শিক্ষক সরোয়ার হোসেন, ক্বারী মোফাজ্জল হোসেন প্রমুখ।