বগুড়ায় গীতিচর্চা সঙ্গীতালয়ের বর্ণমালা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৩ বার।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গীতিচর্চা সঙ্গীতালয়ের আয়োজনে শিশুদের বর্ণমালা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 শুক্রবার বিকালে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণমালা লেখা প্রতিযোগিতার উদ্বোধন করেন কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, নূতন কুঁড়ি স্কুলের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন সুলতানা, ডাঃ তাইফ মামুন মজিদ, ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, গীতিচর্চা সঙ্গীতালয়ের পরিচালক তাপসী দে, এইচ আলিম, জোটের সাবেক সেক্রেটারী এবিএম জিয়াউল হক বাবলা, উচ্চারণ একডেমীর পরিচালক এ্যাডঃ পলাশ খন্দকার, জোটের প্রচার সম্পাদক লুবনা জাহান, মোনালী দে, অত্রী দেসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 
বর্ণমালা লেখা প্রতিযোগিতায় প্লে থেকে প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। আগামী ২৯ ফেব্রুয়ারী বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে বর্ণমালা লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণ করে দেশের গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জলেশ^রীতলাস্থ কালিমন্দিরের পেছনে সংগঠনের অস্থয়ী কার্যালয়ে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের নির্ধারিত তারিখে উপস্থিত থাকতে বলা হয়েছে।