আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত অর্ধশতাধিক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৮ ০৫:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৩ বার।
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
মঙ্গলবারের এ হামলায় আহত হয়েছে আরো ৮০ জনের বেশি মানুষ। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানীশ একথা জানিয়েছেন।

তিনি বলেন, একটি ওয়েডিং হলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সমবেত মানুষের ভিড়ের মধ্যে ঢুকে হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়।খবর রয়টার্স

সম্প্রতি কয়েকমাসে কাবুলে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।

বিবিসি জানায়, ইউরেনাস ওয়েডিং হলে আয়োজিত ওই উৎসবে বিস্ফোরণের সময় অন্তত ১ হাজার মানুষ উপস্থিত ছিল। বিকট শব্দে সেখানে বিস্ফোরণ ঘটে এবং লোকজন সাহায্যের জন্য চিৎকার করছিল বলে জানান ধর্মীয় শিক্ষক মোহাম্মদ হানিফ। টিভির খবরে বলা হয়েছে, আহতদের ২৪ জনের অবস্থা গুরুতর।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। বুধবার জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন তিনি। এদিন দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে।

কাবুলে গত অগাস্টে দুটি হামলার দায় স্বীকার করে আইএস। ওই হামলাগুলোতে কয়েক ডজন মানুষ নিহত হয়। তাছাড়া, অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচনের সময়ও দেশজুড়ে হামলায় বহু মানুষ নিহত হয়।