হাইতির এতিমখানায় আগুন, ১৫ শিশুর মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ০৮:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৭ বার।

হাইতির একটি এতিমখানায় আগুন লেগে ১৫ শিশুর নির্মম মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী পোর্ট-অঁ-প্রিন্সের দক্ষিণের ওই এতিমখানায় মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গির্জা এই এতিমখানাটি পরিচালনা করছিল।

অগ্নিকাণ্ডের সময় পেনসিলভানিয়াভিত্তিক চার্চ অব বাইবেল আন্ডারস্ট্যান্ডিং পরিচালিত অনিবন্ধিত ওই এতিমখানায় ৬০টির মতো শিশু ছিল।

আগুনে ঘটনাস্থলেই ২ শিশুর মৃত্যু হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাকিরা হাসপাতালে মারা যায়।

কর্তৃপক্ষ এখন অগ্নিকাণ্ডের কবল থেকে বেঁচে যাওয়া এতিমখানাটির অন্যান্য শিশুদের সহযোগিতা ও পুনর্বাসনে কাজ করছে।

দেশটির প্রেসিডেন্ট জোভানেল মিশে শোক প্রকাশ করে টুইট করেছেন। এই ঘটনা তাকে ‘গভীরভাবে নাড়িয়ে’ দিয়েছে বলে জানিয়েছেন।