টিএমএসএস‘র সঙ্গে এনসিসি ব্যাংকের পার্টনারশিপ ইন প্রোগ্রেস বিষয়ক কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ১১:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭২ বার।

টিএমএসএস‘র সঙ্গে এনসিসি ব্যাংকের পার্টনারশিপ ইন প্রোগ্রেস বিষয়ক কর্মশালা শনিবার হোটেল মম ইন নওদাপাড়া বগুড়ায় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক লিঃ এর চেয়ারম্যান মোঃ নুরুন নেওয়াজ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিদেশে বাংলাদেশী প্রায় ১ কোটি ৫০ লক্ষ রেমিটার রয়েছে। যারা বৈদেশীক মুদ্রা বাংলাদেশে প্রেরণ করে। বিশেষ করে কম্পিউটার সফটওয়্যারে বেশী দক্ষতা লাভের কারনে অনেক দেশ বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বেশী রেমিটেন্স পাচ্ছে। তাই রেমিটেন্স বাড়াতে হলে দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে হবে। তিনি আরও বলেন এনসিসি ব্যাংক ও টিএমএসএস প্রবাসীদের কষ্টে অর্জিত দেশে পাঠানো টাকা তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছে। আরও সহজ ও সুন্দর ভাবে প্রবাসীদের টাকা ঘরে পৌছে দিতে টিএমএসএস ও এনসিসি ব্যাংক এক সঙ্গে কাজ করছে। টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-১ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহম্মেদ,হেড অব রেমিটেন্স মোঃ মাহফুজুর রহমান,টিএমএসএস এর প্রতিষ্ঠাতা  নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান,পরিচালক  সি(টিবিএস) মোঃ জাহেদুর রহমান প্রমূখ। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস এর পরিচালক (এইচইএম-অপা:২) মোঃ সোহরাব আলী খাঁন। সার্বিক সহযোগীতা করেন টিএমএসএস এর উপ-পরিচালক মোঃ রেজাউল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন ডোমেইন প্রধান,অপারেশন-১ মোঃ রেজাউল করিম। মাল্ডিমিডিয়ার মাধ্যমে অতিথিদের সামনে টিএমএসএস এর কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন যুগ্ম-পরিচালক মোঃ কামরুজ্জামান খান। উল্লেখ্য টিএমএসএস এর ৩০ জন কর্মকর্তাকে রেমিটেন্স প্রদানে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।