বগুড়া নাট্যগোষ্ঠীর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯০ বার।

মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত বগুড়া নাট্যগোষ্ঠীর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া নাট্যগোষ্ঠীর সভাপতি জাহিদুর রহমান মুক্তার সভাপতিত্বে আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। বগুড়া নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ আব্দুল মতিন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, বগুড়া লায়ন ইন্টারন্যাশনাল ও বগুড়া ইয়্যুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আহসানুল হক মিনু। এসময় আরও বক্তব্য রাখেন উচ্চারণ একাডেমির সভাপতি এ্যাডঃ পলাশ খন্দকার, বগুড়া নাট্যগোষ্ঠীর সহ সভাপতি এ্যাডঃ আশরাফ হুসাইন, সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ সুলতান আলম, জামান নোবেল প্রমুখ। নাট্যগোষ্ঠীর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুনিজনদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিতরা হলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যাপক মৃনাল কান্তি সাহা, বিশিষ্ট নাট্যজন শ্যামল ভট্টাচার্য, বিশিষ্ট কবি ও সাহিত্যিক বজলুল করিম বাহার ও বিশিষ্ট সংগীত শিল্পী নাজিফা তাসনিম লাবিবা। সংবর্ধিত গুনিজনদের সম্মাননা ক্রেস্ট তুলেদেন অনুষ্ঠানের অতিথিরা। আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে বগুড়া নাট্যগোষ্ঠীর শিল্পীরা সংগীত পরিবেশন ও নাটিকা উপস্থাপন করে।