নওগাঁয় উগ্রবাদ ও সহিংস প্রতিরোধে আইন পুলিশের সেমিনার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১১:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৪ বার।

নওগাঁয় উগ্রবাদ ও সহিংস প্রতিরোধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর দিনব্যাপী করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার পুলিশ লাইনস ড্রিল সেডে প্রধান অতিথি হিসাবে এর উদ্ধোধন করেন, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। বাংলাদেশ পুলিশের সন্ত্রাস ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্প এর আয়োজন করে। 
সেমিনারে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার জাহাঙ্গীর আলম বিপিএম, পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার ও ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার সুরাইয়া আকতার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ১৮ থেকে ২৮ বছর বয়সী যুব নারী-পুরুষরাই উগ্রবাদ এবং সহিংসতায় বেশি জড়িয়ে পড়ছে। একটি চক্র আল্লাহর ভয় এবং জান্নাতের প্রবেশের সহজ পথ দেখানোর নামে ভুল পথে পরিচালিত করছে। এতে প্রলুব্ধ হয়ে যুবকরা সহিংসতার পথ বেছে নিচ্ছে। এসব থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। আমরা যদি পারিবারিকভাবে সচেতনতা বারিয়ে দেই তাহলে আমাদের ছেলেরা এসব পথ থেকে বিরত থাকবে।