নওগাঁ সীমান্তে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সভা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১১:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৩ বার।

নওগাঁ সীমান্তে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নওগাঁ ১৬ বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে গত শনিবার বেলা ১১ টায় নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের পাতাড়ী নামক স্থানে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেন নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি ও বিএসএফ এর পক্ষে ১২২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী এইচ পি এস কান্ডারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর এ টি এম আহসান হাবীব। 
সভায় উভয় দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধভাবে অস্ত্র গোলাবারুদ পাচার রোধ, যে কোন অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ সমন্বিত টহল জোরদার করণের বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে উভয় দেশের শান্তি ও মঙ্গল কামনা করে সৌহাদ্যপূর্ণভাবে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সভা সমাপ্ত হয়।