পরীক্ষা পেছানোর দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১২:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৮৯ বার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ঘোষিত সময়সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বগুড়ার শিক্ষার্থীরা। রোববার দুপুরে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ৩য় বর্ষে মানোন্নয়ন পরীক্ষার কারণে ৪র্থ বর্ষের রুটিন কমপক্ষে ১০ থেকে ১৫দিন পেছানোসহ পরীক্ষার মাঝে ৩ থেকে ৪ দিনের বিরতির দাবি জানান। 
শিক্ষার্থীরা জানান, ফাইনাল ইয়ারের সিলেবাস এমনিতেই বড়। তাই রিভিশনের জন্য পরীক্ষার মাঝে ৩ থেকে ৪ দিনের বিরতি দরকার। যা বিগত বছর গুলোতে এরকম বিরতি রাখা হয়েছে। 
সেই সাথে  জাতীয় বিশ্ববিদ্যালয় যদি দ্রুত রুটিন পরিবর্তন না করে তবে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে বলেও তারা জানান।