বগুড়ায় 'আমি জন্মেছি বাংলায়' নৃত্যালেখ্য মঞ্চস্থ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৪ বার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান-এর আয়োজনে বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একডেমী’র সার্বিক সহযোগিতায় দেশব্যাপী জাতীয় মঞ্চ ও পথ নাট্যোৎসব-এর উদ্বোধনী  শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উডবার্ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মাহাবুব হাসান সোহাগ-এর পরিচালনায় ‘আমি জন্মেছি বাংলায়’ নৃত্যালেখ্য মঞ্চস্থ হয়। অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, সে সকল মা-বোনদের যাঁদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। সকল বীর শহীদদের এবং আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ-এর বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বগুড়া’র বিশিষ্ট নাট্যজন মৃণাল কান্তি সাহা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন, নিভা রাণী সরকার পূর্ণীমা সদস্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান রাজশাহী বিভাগ, আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ্। অনুষ্ঠান উপস্থাপনা করেন তানজিনা সেলিম।