পাথর দিয়ে ফিলিস্তিনিদের পথ বন্ধ করে দিচ্ছে ইসরাইল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৩ বার।

পাথর দিয়ে ফিলিস্তিনি কৃষকদের ক্ষেতে আসা-যাওয়ার পথ বন্ধ করে দিচ্ছে ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

দেশটির বেসামরিক নাগরিকদের একটি দল দক্ষিণ হেবরনের আল শেইকাহ অঞ্চলের কৃষি মাঠে কৃষকদের পথ বন্ধ করে দেয় বলে ফিলিস্তিনের গণমাধ্যম ওয়াফা নিউজ আরবি জানিয়েছে ।

রোববার আল শেইকাহ অঞ্চলের একজন জনসংযোগ কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, দখলদার রাষ্ট্রটির কয়েকজন নাগরিক চলতি সপ্তাহের শুরু থেকে ‘শাময়া’ গ্রামের ওই মাঠে ফিলিস্তিনি কৃষকদের ক্ষেতে আসা-যাওয়ার পথ বন্ধ করতে আসে। এসময় তারা পাথর, ইটের টুকরো ও ময়লা আবর্জনা ফেলে মাঠের মধ্যবর্তী রাস্তা বন্ধ করে দেয়।

খবরে আরও বলা হয়, এ সময় মাঠে কাজ করতে থাকা মুসলমান কৃষকদের অস্ত্রের মুখে ফেলে দ্রুত স্থান ত্যাগ করারও হুমকি দেয় ইসরাইলি নাগরিকদের সশস্ত্র দলটি। পশুপালন করতেও যেন ফিলিস্তিনিরা এসব জমিতে আর না আসে সে বিষয়েও সতর্ক করে দেয় তারা।

‘শাময়া’ গ্রামের প্রধান রাতিব সাব্বার ওয়াফা নিউজকে জানান, অনেকদিন যাবত ইসরাইলি সেনাবাহিনী ও দেশটির বেসামরিক নাগরিকদের ভয়াবহ নির্যাতনের শিকার এই এলাকার মুসলমানরা। ভূমি দখল করতে মাঝেমধ্যেই তারা আমাদের বাড়িঘর ও ক্ষেতখামারে হামলা চালায়।

এর আগে ইসরাইল এসব হামলা যেন আর না চালায় সেজন্য স্থানীয় ও আন্তর্জাতিক কয়েকটি মানবাধিকার সংগঠনের সহায়তা চেয়েছিলেন বলেও রাতিব সাব্বার জানিয়েছেন। তবে এতে তেমন ফল পাননি বলে জানান তিনি।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি ঘোষণার পর মুসলমানদের ওপর ইহুদিদের অত্যাচার আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে।