বগুড়ায় বেকারী মালিক সমিতির ভেজাল খাদ্য বিরোধী লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৭৬ বার।

বগুড়ায় ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ ও খাদ্যের গুণগত মান নিয়ন্ত্রণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নে বেকারী পণ্য বিক্রেতাদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় শহরের সাতমাথা,আলতাফ আলী মার্কেট, জলেশ্বরীতলা,থানা রোড এলাকায় জেলার ব্রেড- বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির আয়োজনে ওই কর্মসূচি অয়োজিত হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণের সময় বেকারী বিক্রেতাদের পণ্য কেনার বিএসটিআই অনুমোদন, পণ্যের মেয়াদ, ওজন ও মূল্যের তালিকা দেখে ক্রয় করার জন্য অনুরোধ জানানো হয়।

মালিক সমিতি পক্ষ থেকে সহ-সভাপতি বায়েজিদ শেখ,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, শ্যামলী ফুড প্রোডাক্টটের পরিচালক তানজিলুর রহমান কিরণ, টিএমএসসের উৎপাদন ফুডসের  ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম, ফুড ভিলেজের ব্যবস্থাপক  নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।