মমতাজউদ্দিন বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী ছিলেন-মজনু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৮ বার।

সোমবার সকালে বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের উচ্চ বিদ্যালয় রক্তদান কর্মসূচি, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও দোয়া মাহফিল করা হয়েছে। বগুড়া জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও সুবিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আল রাজি জুয়েলের আয়োজনে রক্তদান কর্মসূচি ডায়াবেটিস পরীক্ষা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, জেলা আওয়ামীলীগ নেতা জহুরুল হক বুলবুল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গোলাম হোসেন, জেলা ছাত্রলীগ নেতা শিপলু শেখ, মিম পোদ্দার, সাজ্জাদ আলম পারভেজ, জিহাদ আল হাসান জুয়েল, মুকুল ইসলাম, তাজমিলুর রহমান সজীব সাহা, নুর আলম, আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রউফ, সুবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েল সহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দীন বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী ছিলেন । তিনি এদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বগুড়ায় হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। স্বাধীনতার পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বগুঙায় বাংলাদেশ আওয়ামী লীগকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করেছেন। তার অকাল প্রয়াণে আমরা ব্যথিত। বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মকান্ডে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন সর্বদা অংশগ্রহণ করেছেন এবং দিকনির্দেশনা দিয়ে দলকে ও বগুড়ার উন্নয়নে সর্বদা কাজ করে গেছেন। ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়ে বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দীন স্থান করে নিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের অবদান ভোলার নয়। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ যেন বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দীন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।