বগুড়ার শাজাহানপুরে উন্নত মানের বীজ ও চারা উৎপাদনে সচেতনতা মূলক সভা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৬ বার।

বগুড়ার শাজাহানপুরে শাহ্ নগর সবজি নার্সারি মালিক সমিতির উদ্যোগে উন্নত মানের বীজ প্রাপ্তি ও চারা উৎপাদনে সচেতনতা মূলক আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার শাহ্ নগর গ্রামে ওই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে দিনব্যাপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক আবুল কাশেম আযাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম, চোপীনগর ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, ইস্পাহানী এগ্রো লিমিটেড’র সিনিয়র ম্যানেজার দেবাশীষ বিশ্বাস, বন্ধন জেনেটিকস্ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, এ.আর মালিক প্রাইভেট লিমিটেড’র বগুড়া এরিয়া ম্যানেজার আরিফুজ্জামান এবং পারটেক্স এগ্রো লিমিটেড’র জোনাল সেলস্ ম্যানেজার ফরিদ আক্তার।

শাহ্ নগর সবজি নার্সারি মালিক সমিতির কোষাধ্যক্ষ আরমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সায়দুর রহমান, মোস্তাফিজার রহমান, ইউপি সদস্য এমরান হোসেন, মেহেদী হাসান, সমিতির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম এবং সমাজ সেবক মানিকুর রহমান।