টাঙ্গাইলে চিপসের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ আটক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৯ বার।

টাঙ্গাইলের মধুপুরে চিপসের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসেন আলী (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করে সোমবার কোর্টে চালান করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর সমকাল অনলাইন 

অভিযুক্ত হাসেন আলী উপজেলার বেরীবাইদ ইউনিয়নের বেরীবাইদ গ্রামের মৃত মানিক মণ্ডলের ছেলে। 

স্থানীয় শাহীন মিয়া, সন্দীপ সিমসাং ও ফারুক আহমেদ জানান, শিশুটি এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। রোববরার দুপুরে স্কুল ছুটির পর সে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরিছিল। পথে হাসেন আলী শিশুটিকে চিপসের লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এরপর তার মুখ গামছা দিয়ে বেঁধে তাকে ধর্ষণ করে। এ সময় ধস্তাধস্তিতে গামছার বাঁধন খুলে গেলে শিশুটি চিৎকার দেয়। পাশের বাড়ির লোকজন চিৎকার শুনে দৌঁড়ে এসে তাকে উদ্ধার করে এবং হাসেনকে আটকে পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এ ব্যাপারে বেরীবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিংকন চাম্বুগং বলেন, শিশুটি বিদ্যালয়ের প্রাকপ্রাথমিকের শিক্ষার্থী। আমি এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই ও বিচার চাই। বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন জানান, আমি ঘটনা শোনামাত্রই পুলিশকে জানিয়ে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।

মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো এবং অভিযুক্ত হাসেন আলীকে আটক করে কোর্টে চালান করা হয়েছে।