করোনাভাইরাস: ৬ দিনে মাস্ক কারখানা তৈরি করছে বেইজিং

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৬:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

চীনে ভয়াবহ রূপ নিয়েছে করোনাভাইরাস। ঘাটতিতে পড়েছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের। বিশেষ করে মাস্কের ঘাটতি তৈরি হওয়ায় জনমনে বেশ আতঙ্কের জন্ম দেয়। তবে পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিশ্ব সম্প্রদায়।

এদিকে চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় নতুন একটি মাস্ক কারখানা তৈরির ঘোষণা দিয়েছে বেইজিং। মাত্র ছয়দিনে কারখানাটি উৎপাদনের উপযোগী করা হবে বলে জানিয়েছে চীনের রাজধানী।

একটি শিল্প কারখানাকে মাস্ক কারখানায় রূপান্তর করতে কাজ করছে চায়না কন্সট্রাকশন ফার্স্ট গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান।

নতুন কারখানাটি দিনে আড়াই লাখ মাস্ক উৎপাদন করতে সক্ষম হবে বলে জানিয়েছে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া।

সোমবার থেকে কারখানাটি তৈরির কাজ শুরু হয়েছে। আগামী শনিবার নাগাদ কারখানাটির কাজ শেষ হবে।