টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১২ বার।

টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ (টিপিএসসি) জয়পুরপাড়া বগুড়ায় স্কুলের নিজস্ব ক্যাম্পাসে মঙ্গলবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি তার বক্তব্যে বলেন শিশুদের মানসিক বিকাশে খেলাধূলার প্রয়োজন রয়েছে। খেলা ধূলার মাধ্যমে তারা নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। সঠিক ভাবে পড়াশুনা করে দেশ গঠনে সবাইকে অবদান রাখতে হবে। আজকের শিশুরা ভবিষ্যতে দেশ পরিচালনা করবে। তাই পড়াশুনার পাশাপাশি খেলাধূলা করে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আয়শা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হযরত আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মাহবুব মোরশেদ,জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা,টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ।

 

বরেণ্য অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম (বিটু),কাউন্সিলর মোঃ মোরশেদ মিটন,সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নিলুফা কুদ্দুস। এ ছাড়াও আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদা বেগম, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. বিজয় প্রসাদ বড়ুয়া.টিএমএসএস পরামর্শক (শিক্ষা) মোঃ খোরশেদ আলম, চিফ প্রোগ্রাম সেক্টর মোঃ জাকির হোসেন, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার, টিপিএসসি‘র উপাধ্যক্ষ গুলশান আরা মনি।

স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মহসীন আলী। সার্বিক দায়িত্ব পালন করেন টিপিএসসি‘র রেজিস্ট্রার গুলনাহার পারভীন।এছাড়াও টিএমএসএস এর পরামর্শক,উপদেষ্টা,পরিচালনা পর্ষদের সদস্যসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্ববোধক গানের তালে তালে ডিসপ্লে নৃত্য,যেমন খুশী সাজ,ছোটদের বিস্কুট দৌড়,এক পায়ে দৌড়, ভাল্লুক দৌড়সহ বিভিন্ন খেলাধূলা আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে।