বর্ষসেরা স্পোর্টসম্যান পুরস্কার পেলেন মেসি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১১:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে এবারের লরিয়াস স্পোর্টসম্যান পুরস্কার (পুরুষ) জিতেছেন বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। নারী অ্যাথলেটদের মধ্যে টানা তৃতীয়বার এ পুরস্কার জিতলেন জিমনিস্ট সিমোনে বাইলস।

ফর্মুলা ওয়ানে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন ও ছয়বারের বিশ্বসেরা ফুটবলার মেসি ২০১৯ সালে নিজ নিজ খেলায় অসাধারণ পারফরম্যান্স দেখান।

কুড়ি বছরের ইতিহাসে পুরস্কারটি জেতা প্রথম ফুটবলার হলেন ৩২ বছর বয়সী মেসি। এ ব্যাপারে আর্জেন্টাইন এই তারকা এক ভিডিও বার্তায় বলেন, “দলীয় খেলা থেকে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিততে পেরে আমি সম্মানিত।”

গত বছরটা দারুণ কেটেছে যুক্তরাষ্ট্রের নারী অ্যাথলেট বাইলসের। স্টুটগার্টে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঁচটি শিরোপা জিতেছেন। ছাড়িয়ে যান নিজের রেকর্ড ২৫টি স্বর্ণ জয়ের কীর্তিও। তৃতীয় লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে উচ্ছ্বসিত তিনি।