ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এই উইন্ডিজ পেসার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮১ বার।

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের পেসার ওশানে টমাস। তবে জ্যামাইকায় ঘটা ওই দুর্ঘটনায় বড় কোনো আঘাত পাননি তিনি।

সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, গত রোববার রাতে বড় এক দুর্ঘটনায় পড়েছিলেন টমাস। তাতে প্রাণও হারাতে পারতেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

জানা যায়, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে উল্টে যায় টমাসের গাড়ি। প্রয়োজনীয় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে উইন্ডিজ এই ক্রিকেটার এখন বাসায় বিশ্রাম নিচ্ছেন বলে জানালেন তার এজেন্ট মার্ক নেইতা।

ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্ঘটনার কবলে পড়া টমাসের প্রতি সহানুভূতি প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক পেসার টিনো বেস্টও টুইটারে লিখেছেন, “শুনে ভাল লাগছে ওশানে ভাল রয়েছে। ধন্যবাদ।”

গত মাসে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন টমাস। পাশাপাশি আইপিএলে খেলার জন্য দ্রুত ভারতে আসার কথা তার। নিলামে তাকে বেস প্রাইস ৫০ লক্ষ রুপিতে কিনেছিল রাজস্থান রয়্যালস।