বগুড়ায় সওজ’র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাঁধা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৬১ বার।

বগুড়ার শাজাহানপুরে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) বগুড়ার উদ্যোগে ভ্রাম্যমান আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার দ্বিতীয় বাইপাস সড়ক বেতগাড়ী সুজাবাদ এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বাঁধা প্রদান করায় আব্দুল গফুর, দুলাল হোসেন দুলু ও টিক্কা নামে তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে ভূল স্বীকার করায় সদাচরনের মুচলিকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান সহ সংশ্লীষ্ট কর্মকর্তা ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সহযোগীতা করেন। 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী জানান, সুজাবাদ এলাকায় বাইপাস সড়কের দুই পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে সরকারী কাজে বাঁধা দেয়ায় তিনজনকে আটক করা হয়েছিল। পরে ভূল স্বীকার করে সদাচরনের মুচলেকা দেয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে