বগুড়ার শেরপুরে বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধি ভাতাকার্ডের উম্মুক্ত বাছাই

শেরপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৭ বার।

বগুড়ার শেরপুরে ২০১৯-২০ অর্থবছরে অতিরিক্ত কোটায় বরাদ্দ প্রাপ্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতাভোগীদের নির্বাচনের লক্ষে মাইকিং এর মাধ্যমে উম্মুক্ত বাছাই কার্যক্রম চলছে। এরই ধারাবাকিতায় মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) উপজেলার ভবানিপুর  ইউনিয়ন পরিষদে এ উম্মুক্ত বাছাই কার্যক্রম চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, সমাজসেবা অফিসার ওবাইদুল হক, ভবানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ওয়ার্ড মেম্বার সেকেন্দার আলী, মোত্তালিব হোসেন, ফরমান আলী, শামীম হোসেন, আসমা খাতুন, হামিদা খাতুন প্রমুখ।
এসময় ভাতাভোগী রোজিনা খাতুন, আকবর আলী, ইদ্রিস আলী, কোরবান আলীসহ অন্যরা জানান,  এবার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা উম্মুক্ত ভাবে দেবে বলে আমরা মাইকিং শুনে এখানে এসেছি। আগে চেয়ারম্যান, মেম্বার ছাড়াও অনেকের কাছে গিয়ে ঘুরে ঘুরে টাকা দিয়ে এ ভাতার কার্ড করতে হত। এবার এভাবে ভাতা দেওয়ায় অত্যন্ত খুশি বলে তারা জানায়।