বাদী ও তার পরিবার শঙ্কিত

বগুড়ায় আলমগীর হত্যা মামলার আসামীরা ধরা ছোঁয়ার বাইরে

শাহজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯০ বার।

প্রায় দেড় মাস আগে ২৮ ডিসেম্বর’১৯ তারিখে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের নগর রাজারামপুর গ্রামের আকন্দপাড়ায় দিনদুপুরে দুর্বৃত্তদের মারপিট ও ছুরিকাঘাতে নিহত হন ওই গ্রামের লুৎফর রহমান আকন্দের পুত্র ২ সন্তানের জনক আলমগীর হোসেন (৩৫) খুন হন। এ ঘটনায় আলমগীর হোসেনের ছোট ভাই মনিরুজ্জামান লিমন (২৮) বাদি হয়ে শাজাহানপুর থানায় ৩০ ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের ২দিন পর শাজাহানপুর থানা পুলিশ রাফি (২৪) এবং তোহা (২৪) নামের ২ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। এছাড়া নূরুল ইসলাম বাবলু (৫০) নামের এক আসামী আদালতে আত্মসমর্পন করেছে বলে জানাগেছে। অপরদিকে মামলার এজাহার ভূক্ত কয়েকজন আসামী আদালত থেকে জামিন নিয়েছেন। মামলা দায়েরের পর দেড় মাস পেরিয়ে গেলেও অধিকাংশ আসামী রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। এমতাবস্থায় বাদী ও তার পরিবারের সদস্যরা শঙ্কিত হয়ে পড়েছেন। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজীম উদ্দিন জানিয়েছেন, মামলার এজাহার ভূক্ত ২ আসামীকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। ১ জন আসামী আদালতে আত্ন সমর্পন করেছেন। কয়েকজন আসামী জামিনে রয়েছেন। অন্যান্য আসামীরা আত্নগোপনে রয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।