শাজাহানপুরে ফুলতলা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনী তফশীল ঘোষণা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪২ বার।

বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১৪ মার্চ’২০ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত মঙ্গলবার রাত ৯টায় নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় নির্বাচনী তফশীল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও বগুড়া পৌর সভার ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম। 
তফশীল ঘোষণা অনুষ্ঠানে সহকারি নির্বাচন কমিশনার আমিনুর রহমান, ৫ জন নির্বাচন কমিশনার যথাক্রমে এড. এ.কে.এম রেজাউল হক রজব, এ.কে.এম পান্না মিয়া, শফিকুল ইসলাম, এম.আর ইসলাম রফিক, রফিকুল ইসলাম নান্নুসহ ব্যবসায়ী কমিটির ভোটার ও সম্ভাব্য প্রার্থীরা অংশ নেন। উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ফুলতলা বাজার ব্যবসায়ী কমিটি স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের স্বার্থ রক্ষায় কাজ করছে। এছাড়া বাজার এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বাজার এলাকাটিকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ইভটিজিং প্রতিরোধে ভূমিকা রাখছে। ৩১ পদ বিশিষ্ট এই কমিটির আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩৬১ জন ভোটার। ঘোষিত তফশীল অনুযায়ী ২০-২৫ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সংগঠন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল করা যাবে। ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বছাই, ২৭ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার, ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ, ২৯ ফেব্রুয়ারি আপীল নিষ্পত্তি এবং ১৪ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অপরদিকে নির্বাচনকে ঘিরে ফুলতলা বাজারের ব্যবসায়ী এবং বাজারের আশপাশের প্রতিটি পরিবারে দেখা দিয়েছে নির্বাচনী আমেজ। সেই সাথে দীর্ঘ ৩ যুগ ধরে চলে আসা এই পেশাজীবি সংগঠনটির যোগ্য নেতৃত্ব নির্ধারণে শুরু হয়েছে আলাপ-আলোচনা। দোকানদারীর পাশাপাশি চলছে নির্বাচনী চা’র আমন্ত্রণ ও শলাপরামর্শ।