বগুড়ায় প্রাথমিকে নিয়োগকৃত শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৫ বার।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে দ্রুত যোগদানের দাবিতে মানববন্ধন করেছে বগুড়ার নব-নিয়োগ (২০১৮) প্রাপ্ত শিক্ষকরা। বুধবার সকালে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নিয়োগকৃত শিক্ষকবৃন্দ জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্মারকলিপি প্রদান করেন।

বগুড়ার নিয়োগ প্রার্থীদের জন্য নির্ধারিত দিন ছিল ১৬ই ফেব্রুয়ারী রোববার। এজন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে নিয়োগকৃত শিক্ষকরা নিয়োগপত্রও পেয়েছিলেন। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় তারা যোগদান করতে পারেননি।

বুধবার সকালে ওই মানববন্ধনে নিয়োগকৃত শিক্ষক সুদেব চন্দ্র সরকার, জাকির হোসেন, আব্দুল লতিফ সরকার, নাভানা নাজনীন, সালেহ উদ্দিন, অদিতি সরকার, সেতু খাতুন, রওনক জাহান, শারাবান তহুরা জানান, বগুড়ার ১২টি উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৫০ জন চূড়ান্ত ভাবে নিয়োগ প্রাপ্ত হন। এজন্য তাদের নিয়োগ পত্র দেওয়া হয়েছিল। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশ নিয়োগে বাঁধা হয়ে দাড়ায়।

এসময় নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা তাদের বক্তব্যে বেশ কিছু দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- অবিলম্বে নব-নিয়োগকৃত শিক্ষকদের দ্রুত যোগদান ও পদায়ন। যোগদান ১৬ই ফেব্রুয়ারী ২০২০ হতে কার্যকর করা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিয়োগকৃত শিক্ষকদের সাখাওয়াত টগর, সোহাগ আলী, রেহেনা খাতুন, আব্দুল আলীম, দুলালী খাতুন, সিরাজুল ইসলাম ও তাদের পরিবারের সদস্যরা।