ইরানের সঙ্গে যে কোনো সময় আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: পম্পেও

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৬ বার।

ইরানের সঙ্গে ওয়াশিংটন যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন কর্তৃপক্ষ যে কোনো সময় প্রস্তুত, তবে তাদের মৌলিকভাবে ব্যবহার পরিবর্তন প্রয়োজন ও সেই সঙ্গে তাদের বিরুদ্ধে সর্বাধিক চাপ প্রয়োগের প্রচারণা অব্যাহত থাকবে। খবর ইয়েনি শাফাকের।

বুধবার সৌদি আরব সফরে যাওয়ার আগে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ফ্লাইটে ওঠার আগে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

আমরা সর্ম্পূণভাবে চাপ প্রয়োগের প্রচারণা চালিয়ে যাচ্ছি। এটি শুধু অর্থনৈতিক চাপের প্রচারণা নয়, এটি কূটনীতির মাধ্যমেও বিচ্ছিন্ন করা হচ্ছে।

মাইক পম্পেও সৌদি আরবে শুক্রবার পর্যন্ত অবস্থান করবেন। সেখান থেকে ওমান সফর করার কথা রয়েছে।